সব খবর একসাথে

Coming soon

সর্বাধিক পঠিত সংবাদ

সাভারে ২ যুবককে গণপিটুনি, পার্সেলের কথা বলে ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা

মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার আশুলিয়া থানার পলাশবাড়ি বটতলা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঢাকার সাভারে পার্সেলের কথা বলে ঘরে ঢুকে ডাকাতির চেষ্টাকালে দুই যুবককে গণপিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১) ও লক্ষ্মীপুরের হাজীপাড়া গ্রামের মৃত কাশেম মিয়া ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)।

প্রবাসী মোছলেম রহমানের স্ত্রী শিরিন জাগো নিউজকে জানান, দুপুরে দুই যুবক বাসায় এসে জানান কুয়েত থেকে পার্সেল এসেছে। এ সময় তিনি কোনো ধরনের পার্সেল আসার কথা না জানালে ঘরের ভেতর ঢুকে ওই দুই যুবক তার কপালে পিস্তল ঠেকিয়ে মুখ চেপে ধরেন। এ সময় শিরিনের দুই সন্তান ছুটে এলে তাদের কপালেও পিস্তল ঠেকিয়ে ভয় দেখান তারা। একজন কৌশলে বারান্দায় গিয়ে ডাকাত বলে চিৎকার দিলে বাড়ির ভাড়াটিয়ারা ভবনটির প্রধান গেট আটকে দেয়। এরপর তারা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জাগো নিউজকে বলেন, আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। একটি রিভালবারসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


সোর্স: জাগো নিউজ ২৪/মাহফুজুর রহমান নিপু/এসজে/এএসএম

Share:

Recent Posts